সমাজের আলো : চাঁদপুরের হাজীগঞ্জে দেড় বছর আগে বিদ্যুৎ বিল ও ঋণের টাকা পরিশোধ করার জন্য বিক্রি করা দুই কন্যা শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গত বুধবার (২০ জুলাই) দুপুরে দুই শিশুকে উদ্ধার করে প্রকৃত মা-বাবার হাতে তুলে দেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মিজি বাড়ির বেকারি ব্যবসায়ী ইমরান হোসেন মিজি তার দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দুই সন্তান আড়াই বছর বয়সী ইভা মনিকে চাঁদপুর সদর উপজেলার আলগী গ্রামের নিঃসন্তান মোতালেব বরকান্দজ এবং দেড় বছর বয়সী রিয়া মনিকে ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামের বাবুল ভূঁইয়ার কাছে বিক্রি করেন। চার-পাঁচ মাস আগে পরে দুই মেয়েকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকায় বিক্রি করেন ইমরান। দুই সন্তানের কোনো ছবি বা কাগজপত্রের চিহ্ন পর্যন্ত রাখেননি তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ দুই মেয়েকে উদ্ধার করে।
ইমরানের দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, ইমরান তার প্রথম স্ত্রী ইয়াছমিনের কাছে দুই মেয়েকে নিয়ে রাখেন। সেখান থেকে কৌশলে মেয়েদের বিক্রি করে দেন। দেড় বছর ধরে বিভিন্ন অজুহাত দিয়ে সন্তানদের ফিরে আনবে বলে সময় পার করে আসছিলেন ইমরান।
দেড় বছর পর দুই মেয়েকে কোলে পেয়ে জান্নাত বলেন, আমি আমার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করব।
ইমরান বলেন, ছোট মেয়ে রিয়াকে ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামের বাবুল ভূঁইয়া ও জান্নাত বেগমের কাছে বিক্রি করি। আর ইভাকে বিক্রি করি চাঁদপুর সদর উপজেলার মহামায়া পাকিস্তান বাজার এলাকায়। আমার বোনের আত্মীয়রা ওই সন্তানকে নেন।

