সমাজের আলো : সাতক্ষীরায় পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-বাঁকাল শেখপাড়া গ্রামের শেখ মোজাফফর হোসেনের ছেলে শেখ গোলাম মোস্তফা (২৫) ও একই উপজেলার রাজনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত এনাম আলীর ছেলে আলি উল্লাহ (৪২)। এদের মধ্যে গোলাম মোস্তফার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল এবং আলি উল্লাহর কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
২৩ জুলাই সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রাসেল কবীর ও বিজয় কুমার মজুমদারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। যার নং-৪৭
