সমাজের আলো : আশাশুনির বড়দলে ভূমিহীন বিধবা তাসলিমা ও তার গর্ভজাত সন্তানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতি ও মধ্যম বড়দল গ্রামবাসীর আয়োজনে মধ্যম বড়দল গাজীপাড়া সড়কে ভূমিহীন বিধবা তাসলিমা ও তার গর্ভের সন্তান হত্যা কান্ডের প্রতিবাদে আসামিদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রেজাউল করিম। প্রতাপনগর ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের পরিচালনায় মানববন্ধন চলাকালে আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী। আসামিদের দ্রুত গ্রেপ্তার করায় জেলা পুলিশ সুপার ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো: মমিনুল ইসলাম (পিপিএম)সহ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মহিতুর রহমান মহিতকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, কৃষক লীগ নেতা সাদ্দাম হোসেন, কাদাকাটি ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সোবান, বড়দল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজু, শোভনালী ইউনিয়ন ভূমি সমিতির সভাপতি নাজমা খাতুন। এসময় নিহত তাসলিমা খাতুনের পুত্র ইসমাইল হোসেন ও তার মেয়ে রিয়া খাতুন উপস্থিত ছিল।
