সমাজের আলোঃ লিবিয়ায় মানবপাচারে জড়িতদের আর্থিক লেনদেনের খোঁজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এক ব্যক্তির ব্যাংক হিসাবে রয়েছে প্রায় ৩০ কোটি টাকা। তিনি মানবপাচারে জড়িত একটি এজেন্সিতে দীর্ঘদিন যাবত পিয়ন হিসেবে কাজ করছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি জানান, ওই পিয়নসহ ইতিমধ্যে ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
লিবিয়ায় মানবপাচার সংক্রান্ত মামলা সম্পর্কে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে।

যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সিআইডি ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *