যশোর প্রতিনিধি : যশোরে দুই বাড়িতে চুরির ঘটনায় কোতোয়ালি থানায় দুইটি মামলা হয়েছে। গত ২৫ জুলাই আরবপুর পাওয়ার হাউজ ও ২৫ জুন রাতে শেখহাটি মসজিদ মোড়ের দুইটি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
শহরের আরবপুর পাওয়ার হাউজ পাড়ার আলাল উদ্দীনের স্ত্রী ফাহিমা খাতুন মামলায় উল্লেখ করেন, গত ২৪ জুলাই রাত ১২ টায় তাা ঘুমিয়ে পড়েন। ২৫ জুলাই ভোর রাত সোয়া চার উঠে দেখেন বসত বাড়ির ভেন্ডি লেটর ও জানালার গ্রীল কেটে চোর ঢুকে ঘরে থাকা স্টীলের আলমারী ভেঙ্গে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। মালামালের মধ্যে ছিলো তিন মেয়ের ১৬ ভরি সোনার গহনা যার মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা, নগদ ৬০ হাজার টাকা ও একটি ডিজিটাল ক্যামেরা।
অপরদিকে, সদর উপজেলার শেখহাটি মসজিদ মোড়ের মৃত সদু সরদারের ছেলে আলী আকবার মামলায় উল্লেখ করেন, গত ২৫ জুন রাতে নীচ তলায় মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়ে। পরে সকালে উঠে দেখে তার ইয়ামা এফজেড মোটরসাইকেলটি নেই। এ বিষয়ে প্রথমে তিনি থানায় অভিযোগ দেন। পরে পুলিশ ঘটনার সতত্যা পায় এবং মঙ্গলবার নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

