শ্যামনগর প্রতিনিধি: সামাজিকভাবে সুদ ও ঘুষখোরদের বয়কটের আহ্বান জানিয়েছে শ্যামনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার বিকাল ৫টায় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত গণশুনানিতে তারা এমন আহ্বান জানান।

আমরা শ্যামনগরবাসীর ব্যানারে আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিপি জহুরুল হায়দার বাবু।

সুদ ও ঘুষখোরদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে আয়োজিত উক্ত গণশুনানি অনুষ্ঠানে সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেয়।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্যামনগর ৩ নাম্বার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু স্বাগত বক্তব্য দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে মাওলানা মো: ইয়াসিন হোসেন পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন। এ সময় বাবু পশুপতি ব্যানার্জি সমবেতদের উদ্দেশ্যে গীতা পাঠ করেন। নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুর সঞ্চালনায় সুদের ব্যবসা ও ঘুষ বাণিজ্যের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, ডাক্তার মুজিবুর রহমান, প্রধান শিক্ষক বাবু কৃষ্ণেন্দু মুখার্জি, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, নারী উদ্যোক্তা চন্দ্রিকা ব্যানার্জি, প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এমন আকবর কবীর, এসকে সিরাজ, জিএম মোক্তার হোসেন, দেলোয়ারা বেগম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *