কালীগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা জামে মসজিদের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের সভাপতি ও থানার মানবিক অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু। কালিগঞ্জ থানা মসজিদের ঈমাম মাওলানা ফারুক হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থানা জামে মসজিদ কমিটির সেক্রেটারী, বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, মসজিদ কমিটির দপ্তর সম্পাদক শেখ আয়ুব আলী, সদস্য সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সদস্য শেখ মোস্তফা মোহাম্মাদ আলী, মসজিদের মোয়ার্জীন হাফেজ জহুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ঈমাম বিশিষ্ট ওয়াজিয়ান মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
