যশোর প্রতিনিধি : জমি বিক্রয়ের টাকা চাঁদা চেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা আইরিন নাহার যুথি (৩৬) নামে এক নারীকে টানা হেচড়া করার এক পর্যায় চড় থাপ্পড় কিল ঘুষি মেরে ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ৮ সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে শুক্রবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মফিজপাড়ার মৃত মফিজুর রহমানের মেয়ে ও মৃত জাহিদ মির্জার স্ত্রী আইরিন নাহার যুথি। আসামীরা হচ্ছে, সদর উপজেলার খোলাডাঙ্গা হ্যাচারী পাড়ার লুৎফর রহমানের ছেলে জনি ওরফে কালো জনি,চুন্নু মিয়ার ছেলে তন্ময়,সিরাজের ছেলে রবি, মিঠু মোল্লার ছেলে বিপ্লব মোল্লা, মোস্তর ছেলে রায়হান,জাহাঙ্গীরের ছেলে ইকবাল,রনজিৎ এর ছেলে হৃদয় ও সাগর।
মামলায় আইরিন নাহার যুথি বলেন, আসামীদের স্বভাব চরিত্র ভালনা,তাহারা এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী মূলক কাজ করে বেড়ায়। গত শুক্রবার ৫ আগষ্ট বিকেল সাড়ে ৫ টায় তিনি বাড়ি হতে যশোর গাড়ী খানা আসার জন্য রওয়ানা হয়ে বাড়ির সামনে আম বাগানে পৌছালে পূর্ব হতে উক্ত আম বাগানে থাকা আসামীরা বাদিকে দেখে তাদের জমি বিক্রয়ের টাকার চাঁদা চায় এবং বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদি তাদের কিসের চাঁদার টাকা দিবো এবং গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করলে জনির নির্দেশে জনিসহ অন্যান্য আসামীরা বাদিকে ধরে টানা হেচড়া করে প্রতিবেশী আরুর বাড়ির পাশে রাস্তায় নিয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মেরে জখম করে। এ সময় বাদির পরনের শাড়ী খুলে নেয়। বাদির ডাক চিৎকাররে আশে পাশের লোকজনসহ নুরুন্নাহার মুন্নি বাদিকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। আসামীরা অনেকের সামনে বাদিকে রাস্তার উপর ফেলে দিয়ে বাদি থেকে ১৫/২০ হাত দূরে তাদের হাতে থাকা জদ্দার কৌটার হাত বোমা পরপর ৬টি নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটানোর পর বাদিকে যেখানে পাবে সেখানে জবাই করে খুন করবে এবং বাদির পরিবারের সদস্যদের খুন জখমের হুমকী দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। বাদি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *