সমাজের আলো : কলারোয়ায় জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে মঙ্গলবার বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়। সরসরকাটি দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান। ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোশারাফ হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ইউনিয়ান মহিলা আ’লীগ নেত্রী ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউনিয়ন আ’লীগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, উপদেষ্টা মাস্টার আবু দাউদ, সিনিয়র সহ.সভাপতি নজরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা-কর্মীবৃন্দ। সভায় আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে দলীয়ভাবে সরসকাটি দাখিল মাদ্রাসা চত্বরে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

