সমাজের আলো : সমাজের আলোতে তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রেহানা আখতার কে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়ে বসেছে সাতক্ষীরা সদর প্রাথমিক শিক্ষা অফিস। তার বিরুদ্ধে একটি তদন্ত টীম গঠন করা হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টীমের সদস্যরা হলেন সিনিয়র সহকারি শিক্ষা কর্মকর্তা বাসুদেব কূমার, সঞ্জয় কুমার ও সন্দিপ কুমার রায়।
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মু: আব্দুল গনী জানান,সাতক্ষীরা সদর উপজেলার উত্তর তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আখতারের বিরুদ্ধে একটি তদন্ত টীম গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

