সমাজের আলো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূ আসরাফুন্নেছার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাবুরা উপকূলের প্রায় পাঁচ’শ লোকের অংশগ্রহনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মাস্টার জিএম রুহুল কুদ্দুসসহ নিহতের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গর্ভবতী আসরাফুন্নেছাকে নির্মমভাবে চোখে পেরেক ফুটিয়ে এবং কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী শফিকুল ও সতীন ফুলমতি। তার একটি সন্তান বর্তমানে খুব অসহায় হয়ে পড়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে আরও অংশগ্রহন করেন নিহত আসরাফুন্নেছার ভাই ও বাবাসহ শ’পাচেক স্থানীয় জনগন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *