সমাজের আলো ঃ স্বামীর স্বীকৃতির দাবীতে তালা থানার অভিযোগ দায়ের করেছেন সুমনা বিশ্বাস । সনাতন ধর্মীয় রীতিতে স্থানীয় কালী মন্দির থেকে বিয়ে করার পর অস্বীকার করায় তালা উপজেলার মাগুরা সুমনা বিশ্বাস স্বামীর স্বীকৃতির দাবিতে থানায় অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে সুমনা বিশ্বাস সাংবাদিকদের জানান, আমার সাথে গত ৬/১২/২০২১ তারিখে স্থানীয় কালী মন্দির থেকে হিন্দু ধর্মীয় রীতি নীতি অনুযায়ী শাখা সিঁদুরের মাধ্যমে বিয়ে হয়। মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের রবীন্দ্র দেবনাথের ছেলে ডিস ব্যবসায়ী বাপ্পী দেবনাথ এর সাথে।বিয়ের পর কয়েক মাস গোপনীয়তা রক্ষা করি। সে আমাকে প্রতিনিয়তই আমার কাছে এসে শারীরিক সম্পর্ক করতো কিন্তু এখন সে আমার বিয়ের কথা অস্বীকার করে।
এ বিষয়ে আমি তালা থানায় একটি অভিযোগ দিয়েছি। কিন্তু কিছু ক্ষমতাশালী ব্যক্তি আমার টাকা দিতে চাচ্ছে। বলছে টাকা নিয়ে মিটিয়ে নাও।তা না হলে সমস্যা হবে।এরকম নানা কথা বলে। আমার পরিবারকে খুন জখম করবে এমন হুমকি দিচ্ছে সে। যেন আমার স্বামী স্বীকৃতি দেয় এই বিচারটাই আমি চাই। সুমনা বিশ্বাস আরো জানান ভয় করিনা।
অনেকে জানান,শুনছি ডিস ব্যবসায়ী বাপ্পি দেবনাথ ধরা পড়ছে। বিষয়টা নিয়ে অনেক ঝামেলা চলছে। তারা একটা অভিযোগ দিয়েছে তালা থানায় ।সেখানে টাকা পয়সার দিতে চায় তারা। অনেক ক্ষমতাশালী তাদের ব্যাপারে কথা বললেই হতে হচ্ছে হুমকির মুখোমুখি। মেয়েটা অনেক অসহায় ঘরের মেয়ে যাতে সুস্থ বিচার পায় সেই প্রত্যাশা করি।
এ বিষয়ে বাপ্পী দেবনাথ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটা হচ্ছে একটা ভিতিহীন এটা এমন কোন আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা নিয়ে আমরা থানায় উভয় পক্ষকে নিয়ে বসছিলাম। তিন দিন সময় দিয়েছি সমাধানের জন্য।সমাধান না করলে আইনের আওতায় আনা হবে।
