সমাজের আলো : সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, বিধিবহির্ভূত কর্মকান্ড ও কোচিং বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ করার পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত কমিটির নিকট যথাযথভাবে তথ্য প্রমাণসহ উপস্থাপন না করা এবং তদন্ত কাজে বিঘœ সৃষ্টি করায় সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে ১৬ আগস্ট ২০২২ তারিখ হতে ২ মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগকারীরা হলেন-ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. জাহারুল ইসলাম, মো. আজারুল ইসলাম, শেখ আব্দুল হামিদ ও মো. আনিসুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম দীর্ঘদিন ধরে স্কুল ম্যানেজিং কমিটিকে তোয়াক্কা না করে ইচ্ছেমতো অনিয়ম-দুর্নীতি করে চলেছেন। এমনকি স্কুলের বিভিন্ন তহবিল থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে থাকেন। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে নিজের বাড়িতে প্রাইভেট পড়াচ্ছেন। এছাড়া বিগত চার বছর যাবৎ বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব কারও কাছে উপস্থাপন না করে সম্পূর্ণ গোপনীয়ভাবে নিজেই পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, সরকারি বই স্কুলের শিক্ষার্থীসহ বহিরাগতদের কাছে বিক্রি করা এবং চতুর্থ শ্রেণির দুইজন কর্মচারী নিয়োগের মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *