সমাজের আলো : কলারোয়া উপজেলার ১নাং জয়নগর ইউনিয়নের ২ নাং ওয়ার্ডের মোড়ল পাড়ার একটি পুকুর থেকে অবৈধ মেশিন দিয়ে বোরিং করে বালি উত্তোলন করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
সোমবার ২২ আগস্ট সকাল দুপর ৩টায় জয়নগর ইউনিয়নের গাজনা প্রামের পুকুর মালিক লোকমান মোড়লকে অবৈধ মেশিনের মাধ্যমে বালি উত্তোলনের অপরাধে পরিবেশ আইনের নদী, বিল, পুকুর থেকে কোন সরকারি অনুমতি ছাড়া অবৈধ মেশিনের মাধ্যমে ভালো উত্তোলন আইনে সর্বনিম্ন জরিমানা ৫০ হাজার টাকা ও অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। এবং মেশিন মালিককে তিন ঘন্টার ভিতরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেখা করতে বলা হয়েছে এবং মেশিন আটকের নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুহুলি বিশ্বাস সাংবাদিকদের কে জানান জয়নগর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডে অবৈধ মেশিনে বালি তোলার অপরাধে পুকুর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় ১৫ দিনের জেল দেয়া হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে অবৈধ মেশিন দিয়ে বালি তোলার কোন প্রক্রিয়া উপজেলায় করতে দেয়া হবে না।

