সমাজের আলো : শ্যামনগর উপজেলার আটুলিয়া সোয়ারাবিয়া দাখিল মাদ্রাসায় ৯ শিক্ষককে সতর্ক করার নির্দেশ দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। ৩০ আগস্ট সকাল ৮ টা ৪৫ মিনিটে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আটুলিয়া সোয়ারাবিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সে সময় ৯ শিক্ষক অনুপস্থিত পান। এসকল শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
এসব বিষয়ে প্রতিষ্ঠানটির সুপারের কাছে কোন ৯জন শিক্ষক উপস্থিত ছিলেন তা জানতে চাইলে তিনি কোন প্রশ্নের উত্তর দেননি এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের সাথে বলবো কেন। পাশে থাকা ঐ প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রতিবেদককে বলেন, এসব নিউজ করা লাগবে না, আপনাদের এসব জানার কি দরকার। এদিকে অনুপস্থিত ৯ শিক্ষকের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ায় স্থানীয় সুশীল সমাজ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে ভূয়শী প্রশংসা করছেন।

