সমাজের আলো রিপোর্ট: করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরী। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় এক ইউপি মেম্বারের ফোন পেয়ে তিনি এই ঘোষনা দেন।
জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের সাবেক মেম্বার গিয়াস উদ্দিন সানার পুত্র আব্দুল মান্নান (৪৫) করোনায় আক্রান্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস বৃহস্পতিবার (৯ জুলাই-২০২০) বিষয়টি নিশ্চিত করে।
এদিকে, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম মিঠু মোবাইল ফোনে সদর ইউএনও দেবাশীষ চৌধুরীকে করোনা আক্রান্তের খবরটি জানায়। এ সময় ইউএনও করোনা আক্রান্ত আব্দুল মান্নানের শারিরীক খোঁজ-খবর নেন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষনা দেন।
সদর ইউএনও দেবাশীষ চৌধুরী জানান, স্থানীয় ইউপি মেম্বারের ফোন পেয়ে উপজেলা প্রশাসন করোনা আক্রান্ত আব্দুল মান্নান সহ তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুততার সাথে তাদেরকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরন করা হবে। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে তাদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার (৬ জুলাই-২০২০) তিনি পরীক্ষার জন্য করোনার নমুনা দিয়েছিলেন। আব্দুল মান্নান বর্তমানে করোনা ইউনিট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। তাঁর ফুসফুসে বেশ ইনজুরি ধরা পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই-২০২০) সন্ধ্যায় তাঁর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরীভাবে এ্যাম্বুলেন্সযোগে আইসোলেশনে ভর্তি করা হয়। তিনি বেশ কিছু দিন যাবত জ্বর, উচ্চ ডায়াবেটিস, ফুসফুস ও ইউরোলজীর বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
আব্দুল মান্নান বর্তমানে সাতক্ষীরা সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেস কলেজে শিক্ষকতা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *