সমাজের আলোঃ বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রীকে কৌশলে ধর্ষন করে এবং মেলা মেশার ছবি মোবাইলে ধারণ করে হুমকী ধামকীর অভিযোগে লম্পট এসএম শরিফের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মামলা দায়ের করা হয়েছে। শরিফ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিরজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শেখ তৈয়েবুর রহমানের ছেলে। মামলাটি দায়ের করেন,কলেজ ছাত্রীর পিতা।
মামলা বিবারনে জানাগেছে, কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সাথে এসএম শরিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায় গত বছরের ১৯ নভেম্বও দুপুর ১২ টায় উক্ত লম্পট এসএম শরিফ কলেজ ছাত্রীকে ফুসলিয়ে যশোর খড়কীস্থ ইকবাল মঞ্জিল নামক আবাসিক হোটেলের রুমে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করে। সেই সময় ধর্ষনের অর্ধনগ্ন ছবি শরিফ তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে কলেজ ছাত্রীর পিতা এসএম শরিফের সাথে বিয়ে দিতে রাজী না হওয়ায় উক্ত শরিফ তার কাছে ভিডিও ধারণ নগ্ন ছবি তার পিতার ইমোসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পাঠানোর হুমকী দেয়। যা সামাজিক মর্যাদা হানী করার অপরাধ হয়েছে।

