তালা প্রতিনিধি: প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবী ক্লাব ওয়াইল্ড লাইফ মিশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার শোলাদানা ইউনিয়নের একটি গ্রাম থেকে শিকারকৃত প্রায় ৩০ টি মুনিয়া (পাখনা কাটা ) ও শিকারে ব্যবহৃত ৭ টি বিশেষ খাঁচা ফাঁদ উদ্ধার করা হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ ), ব্রিটিশ কাউন্সিল উত্তরণ পরিচালিত একটিভ সিটিজেন-স্যাপ এর অন্তর্ভুক্ত প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবী ক্লাব ওয়াইল্ড লাইফ মিশন শুক্রবার (১০ জুলাই) বিভিন্ন গ্রাম থেকে শিকারকৃত পাখনা কাটা মুনিয়া ও শিকারে ব্যবহৃত বিশেষ খাঁচা ফাঁদ উদ্ধার করে।
এ সময় জীববৈচিত্র্য সংরক্ষণ পরিপন্থী যে কোন কাজ এবং গৃহপালিত কবুতর ধরা থেকে বিরত থাকবেন – এই মর্মে শিকারীদের অভিভাবকদের লিখিত অঙ্গীকার ও লিফলেট বিতরনসহ কয়েকটি মুনিয়া প্রকৃতিতে অবমুক্ত এবং খাঁচা ফাঁদ আগুন ধরিয়ে দেওয়া হয়। উড়ে যেতে অক্ষম পাখনা কাটা মুনিয়াদের পরবর্তীতে প্রকৃতিতে মুক্ত করা হবে জানান স্বেচ্ছাসেবী ক্লাব ওয়াইল্ড লাইফ মিশনের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কমিটির কার্যনির্বাহী সদস্যমোঃ রায়হান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সহঃ প্রচার সম্পাদক জসিম শেখ, রাফিদ, রাকিব শেখ প্রমুখ।
