তালা প্রতিনিধি: তালা হাসপাতালের এক নার্সসহ ২ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) বিকালে তালা স্বাস্থ্য বিভাগ ও থানা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তিরা তালা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তেঁতুলিয়া গ্রামের মর্জিনা খাতুন (৫৮) এবং তালা সদরের ঠিকাদার ও সংবাদ কর্মী গাজী সুলতান উদ্দীন (৫৪)। এ সময় তালা থানা পুলিশের কুইক রেসপন্স টিম উক্ত বাড়িতে উপস্থিত হয়ে ঐ বাড়িগুলোসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ১০ নারীসহ মোট ৪৭ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ১৫ জনরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলোয় শনিবার পর্যন্ত মোট ৩৪১ জন করোনা আক্রান্ত হয়ছেনে। এছাড়া সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫টি রিপোর্ট পজিটিভ, ৩ জনের রেজাল্ট এখনও আসেনি এবং বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।
