সমাজের আলো ঃ ফুটবল খেলোয়াদের জন‍্য মাঠের ব‍্যবস্থা গ্রহন করা হবে। নারী ফুটবলারদের সকল ধরনের সহযোগিতা করা হবে। নারী ফুটবল দলকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে। নারী ফটবল উন্নয়নের জন্য সবকিছু করা হবে। সাফ চ‍্যাম্পিয়ান দলের ডিফেন্ডার সাতক্ষীরার মাছুরা ভারভীন ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্টানে জেলা প্রশাসক এ কথা বলেন। তিনি বলেন সাতক্ষীরা জেলা তথা দেশের গর্ব সাতক্ষীরা জেলার সাফ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও মাছুরা ভারভীন।

সাতক্ষীরা জেলার দুই নারী ফুটবলার দেশের সূনাম বয়ে এনেছেন। আমরা সাতক্ষীরা বাসী গর্বিত। আজ শনিবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ চ‍্যাম্পিয়ান দলের খেলোয়ার মাছুরা ভারভীনকে ও পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন আয়োজিত সন্মেলন কক্ষে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা হুমায়ুন কবির। বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি আশরাফুজামান প্রমুখ।

এ সময় মাছুরা ভারভীনের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। নগদ টাকা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাছুরা ভারভীনকে ঘর ও জমি উপহার দেওয়ার ঘোষনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্টানে খেলোয়ার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *