সমাজের আলো : দুর্গা পুজা উপলক্ষে গাছ উপহার দেওয়া হয়েছে। গাছের পাঠশালা ও সাতক্ষীরা সদরের তুজলপুর কৃষি যাদুঘরের পক্ষ থেকে গাছ উপহার দেওয়া হয়। বিরল প্রজাতির জয়ন্তি পদ্ম, রাজ অশোক গাছ উপহার দেওয়া হয়। সাথে দেওয়া হয় জবা ,বকুল, রাম তুলশি, কৃষ্ঞ তুলশি, দোলন তুলশি, ভু তুলশি বন তুলশি।

