শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধ।।
পাটকেলঘাটায় সুদের অতিরিক্ত টাকা চাহিদা মোতাবেক আদায় না করতে পারায় মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছেন সুদ কারবারিরা বাবুর বটতলা নামক কুমিরা গ্রামে শুক্রবার সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটে।
অভিযোগে জানা যায় পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের রাশিদা বেগম একই গ্রামের জনাব মোড়লের পুত্র মিলন মোড়লের কাছ থেকে বিশ হাজার টাকা ধার কর্য করে। ধার নেওয়ার দুই মাস পরে আসল ২০ হাজার টাকা ফেরত দিয়ে দেয়।
অভিযোগে আরো জানা যায় গত ১৫ই অক্টোবর সুদ হিসেবে ১৫০০০ হাজার টাকা পরিশোধ করে। অসহায় রাশিদা বেগম সুদের টাকা দিয়ে ও সুদ কারবারিদের হাত থেকে রেহায় পাইনি রাশিদা বেগম।
গতকাল শুক্রবার সকাল ৯টায় মিলন ও আলমগীর সহ অজ্ঞাত ২-৩ জন রাশেদার বাড়িত গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় মা ও কলেজ পড়ুয়া ছেলে কে মারপিট করে আহত করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হসপিটালে ভর্তি করে।এদিকে অভিযোগের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

