হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন কালিগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) নির্বাচনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম তার মোটরসাইকেল প্রতীকে ৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খলিলুল্লাহ ঝড়ু তার চিংড়ি মাছ প্রতিকে পেয়েছেন ৬৩ ভোট । এছাড়া সাধারণ সদস্য পদে শেখ ফিরোজ কবির কাজল তার টিউবওয়েল প্রতিকে ১শ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফজলুল হক তার সিলিং ফ্যান প্রতিকে পেয়েছেন ২৪ ভোট ও অপর প্রার্থী নুরুজ্জামান জামু তার তালা প্রতিকে পেয়েছেন ৬ ভোট। নারী সংরক্ষিত সদস্য পদে শিল্পী মহলদার তার ফুটবল প্রতিকে পেয়েছেন ৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা পারভিন দোওয়াত কলম প্রতিকে পেয়েছেন ৪৬ ভোট, রোকেয়া খাতুন তার বই প্রতিকে ২৯ ভোট, ও ফাতেমা খাতুন রিক্তার হরিণ প্রতিকে ১১ ভোট পেয়েছেন। সর্বশেষ ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম ৬শ ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুল্লা ঝড়ু পেয়েছেন ৪শ ৫১ ভোট। কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামের ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ জামান বাপ্পী, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ সঙ্গীয় র‌্যাব, পুলিশ, ডিবি, আনছার ও ভিডিপি সদস্যরা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে উপহার দিতে স্বচেষ্ট ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *