সমাজের আলোঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন এর বেতনা নদীর উপর একদশক আগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত  মাটিয়াডাঙ্গা-গোবিন্দপুর সংযোগ(মুক্তিযোদ্ধা স.ম.আঃরউফ)সেতু টি দীর্ঘদিন সংষ্কারের অভাবে একেবারেই জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।চরম ভোগান্তিতে এলাকার মানুষ। এখনই মেরামত না হলে যেকোন মূহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা। স্থানীয় মাটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান সেতু জানিয়েছেন,ফেসবুকে একাধিক বার লেখালেখি করে দুবছর আগে একবার জেলা পরিষদের মাধ্যমে একবার সংষ্কার করা হয়েছিল এবং পরবর্তীতে ধুলিহর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মাটিয়াডাঙ্গা রূপালী সংঘের সমন্বিত উদ্যোগে বেশ কিছুদিন আগে একবার সংষ্কার করা হয়েছিল কিন্তু কিছু দিন যেতে না যেতেই জরাজীর্ণ অবস্থা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা জানিয়েছেন এলজিইডির মাধ্যমে এখানে নতুন একটি ঢালায় ব্রিজ নির্মানের চেষ্টা চলছে,ইতোমধ্যে কয়েকবার সোয়াল টেষ্টও হয়েছিল তবে করোনা পরিস্থিতির কারনে সেটাও এখন পর্যন্ত ফাইল বন্দী।বেতনা পাড়ের অবহেলিত জনগোষ্ঠীর চলাচলের জন্য আপাতত জরুরী ভিত্তিতে সেতুটি সংষ্কারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সাধারণ মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *