সমাজের আলোঃ করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কমিয়ে আনতে পশ্চিমতীরে রাতের বেলা এবং সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ দিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম বলেছেন, প্রতিদিন রাত আটটা থেকে সকাল ৬টা পর্যন্ত পশ্চিমতীরে চলাচলে বিধিনিষেধ থাকবে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পুরোপুরি লকডাউন থাকবে রামাল্লাহ, হেবরন এবং বেথলেহেমের মতো বড় বড় শহর। এক শহর থেকে অন্য শহরে চলাচল বন্ধ থাকবে দুই সপ্তাহ। উল্লেখ্য, পশ্চিমতীরে বসবাস করেন কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনি। টাইমস অব ইসরাইলের তথ্যমতে, সেখানে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন। সব মিলে সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫৭৫। এ তথ্য দিয়েছে অনলাইন বিবিসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *