সমাজের আলোঃ যশোরের মনিরামপুরে আলোচিত সেই ৫৫৫ বস্তা সরকারী চাল চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটি থানা থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়ার পর থেকে মামলাটির তদন্ত কার্যক্রম আর চোরচক্রের সদস্যদের আটকাভিযান অব্যাহত রয়েছে।

রোববার রাত দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর পৌরসভাধীন জুড়ান পুর গ্রামে অভিযান চালিয়ে সরকারী ওই চাল চুরির সাথে সরাসরি জড়িত যুবলীগের সদস্য আব্দুল কুদ্দুসকে নিজ বাড়ি থেকে আটক করেন।

মনিরামপুর থানায় প্রথমে মামুন ও ফরিদ নামের দুইজনকে আটক পূর্বক আসামী করে মামলা দায়ের হয়। আটক দু’জনকে থানা পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন উপজেলা সরকারি খাদ্য গুদাম কেন্দ্রিক গড়ে ওঠা শক্তিশালী চোরদের নাম।

করোনা ভাইরাসের উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ আরেকজন সরকারী কর্মকর্তা ঘুষের বিনিময়ে ৫৫৫ বস্তা সরকারী চাল চুরি করে চোর সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেন। আর চাল চোর সিন্ডিকেটের প্রধান ও তার সহযোগীরা সেই চাল বিক্রি করে দেয় বিজয়রামপুর গ্রামের চাতাল মালিক মামুনের কাছে।

এমন তথ্য পেয়ে মনিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক থেকে সরকারী সীলসহ বস্তা আনলোড করার সময় হাতে নাতে দুইজনকে আটক ও চাল জব্দ করতে সক্ষম হয়। কিন্তু কয়েকদিন পরেই যথাযথ সময়েই মামলাটি তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। চাল চুরির মামলাটি ব্যাপক গুরুত্ব দিয়েই তদন্ত আর জড়িতদের আটক প্রক্রিয়া অব্যাহত রেখেছে জেলা ডিবি পুলিশ।

ডিবি পুলিশ দায়িত্ব পেয়ে প্রথমেই আটক করে মিলার মালিক সমিতির সভাপতি ও চাল চোর সিন্ডিকেটের সক্রিয় নেতা শহিদুল ইসলামকে। আটক শহিদুল আদালতে জবানবন্দি দেন ওই চাল বিক্রির সাথে সরাসরি এবং প্রধান ব্যক্তির নাম উত্তম চক্রবর্তী বাচ্চু, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, জগদীস দাস। তার ওই স্বীকারোক্তি যাচাই পূর্বক সত্যতা পেয়ে ডিবি পুলিশ এরপর আটক করতে সক্ষম হয় জগদীস দাসকে।

আটক জগদীশ আদালতে দেয়া স্বীকারোক্তিতে বাচ্চু এবং কুদ্দুসের নাম প্রকাশ করে। এক পর্যায়ে রোববার রাত দুইটার দিকে কুদ্দুসকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি চৌকস টিম।

এ পর্যন্ত ওই চাল চুরির মামলায় আটককৃতরা আদালতে এবং পুলিশের কাছে যেসব তথ্যসহ জড়িতদের নাম ও কার কেমন ভূমিকা ছিল সেইসব বর্ণনা অনুযায়ী কমপক্ষে আরো তিনজন এখনো পালিয়ে বেড়াচ্ছে । এদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, খাদ্য গোডাউনের ইনচার্জ যিনি নিজ বিভাগ কতৃক ওই ঘটনায় সম্পৃক্ত সেই মনিরুজ্জামান সহ আরেকজন সরকারী কর্মকর্তা রয়েছেন। ডিবি পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ কুদ্দুসকে আটকেরর কথা স্বীকার করেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *