সমাজের আলোঃ জেকেজি হেল্‌থ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসাইন ও তার স্বামী আরিফ চৌধুরী বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। তদন্তে এই দম্পতির প্রতারণার চাঞ্চল্যকর তথ্য পেয়ে খোদ পুলিশের তদন্ত সংশ্লিষ্টরাই হতভম্ব হয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, সাবরিনা ও আরিফ দম্পতির মালিকানাধীন প্রতিষ্ঠান জেকেজি ট্রেড লাইসেন্স হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার বুথ স্থাপন করে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে আসে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের ১৬ই জুন সিটি করপোরেশন থেকে জেকেজি’র ট্রেড লাইসেন্স নেয়া হয়। অথচ চলতি বছরের ৬ই এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে জেকেজি তিতুমীর কলেজে বুথ স্থাপন করে নমুনা সংগ্রহের অনুমতি পায়। এছাড়া জেকেজি’র চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসাইন বরাবরই দাবি করে আসছিলেন জেকেজি হলো ব্যক্তি মালিকানাধীন ওভাল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। কিন্তু পুলিশি তদন্তে এখনও ওভাল গ্রুপের সঙ্গে জেকেজি’র কোনো সংশ্লিষ্টতা মিলেনি। কারণ জয়েন্ট স্টক থেকে পুলিশ ওভাল গ্রুপের যে সকল কাগজপত্র সংগ্রহ করেছে সেগুলোতে এই গ্রুপের সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের নাম ও কাগজপত্র পাওয়া গেলেও জেকেজি হেল্‌থ কেয়ারের কোনো নাম বা কাগজপত্র পাওয়া যায়নি।

এদিকে, জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা চৌধুরীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রতারণা মামলায় তেজগাঁও থানার তদন্ত কর্মকর্তা গতকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জেকেজি হেল্‌থ কেয়ারের মাধ্যমে ডা. সাবরিনা চৌধুরী স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান করতেন। টেলিভিশনের বিভিন্ন টকশো এবং বাইরের আরো কিছু অনুষ্ঠানে তিনি নিজেকে জেকেজি’র হয়ে পরিচয় দিতেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নমুনা সংগ্রহের কাজ পাওয়ার আগ পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট কোনো দপ্তরে এই প্রতিষ্ঠানের কোনো রেজিস্ট্রেশন ছিল না। শুধু ১৬ই জুন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরিত একটি ট্রেড লাইসেন্স পাওয়া গেছে। তবে এই লাইসেন্সটিতে সাবরিনা ও আরিফের কোনো নাম নেই। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে ওই জেকেজি’র লাইসেন্সটি এই প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আ স ম সাঈদ চৌধুরীর স্ত্রী জেবুন্নেসা রীমার নামে। প্রতারণা মামলায় আ স ম সাঈদ চৌধুরীও গ্রেপ্তার আছেন। ট্রেড লাইসেন্স ছাড়া এই প্রতিষ্ঠানের আর কোনো কাগজপত্র নেই। নাম প্রকাশ না করে একজন তদন্ত কর্মকর্তা বলেন, সম্পূর্ণ অবৈধভাবে জেকেজি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রভাব খাটিয়ে কাজ ভাগিয়ে এনেছে। এ ধরনের একটি স্পর্শকাতর কাজ তারা কোনো রকম বৈধতা ছাড়া কীভাবে নিয়ে এলো এ নিয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরিফ ও সাবরিনা দম্পতি করোনার নমুনা সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজ ভাগিয়ে নিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহার করেছেন। বিশেষ করে ডা. সাবরিনা সিনিয়র চিকিৎসক হওয়াতে সরকার দলীয় চিকিৎসক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। এছাড়া অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও ছিল। সাবরিনা সেই সুযোগেই নিজের কাজ আদায় করে নিতেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সর্বত্রই তার বিচরণ ছিল। এতে করে খুব সহজেই বৈধ কোনো কাগজপত্র ছাড়াই করোনার নমুনা সংগ্রহের অনুমতি পায়। এছাড়া কাগজে-কলমে একটি বুথের অনুমতি থাকলেও তারা প্রভার খাটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত না করে ৪০টির মতো অবৈধ বুথ স্থাপন করে। বুথ, হটলাইন ও বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে তারা ২৭ হাজার মানুষের নমুনা সংগ্রহ করে। বিনামূল্য নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে তারা প্রতি রোগীর কাছ থেকে ৫ হাজার ও বিদেশি নাগরিক হতে ১০০ ডলার করে নিয়েছে। এভাবে তিন মাসের মাথায় তারা ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সূত্র বলছে, অবৈধভাবে আয় করা এসব টাকা শুধু সাবরিনা ও আরিফ দম্পতি নিজে ভোগ করেনি। রাজনৈতিক নেতা থেকে শুরু করে, স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা, চিকিৎসক নেতাদের পকেটে গেছে। কার কার পকেটে এসব টাকা গেছে পুলিশ এসব বিষয় খতিয়ে দেখছে।

থানায় যেভাবে কেটেছে সাবরিনার: ডিএমপি’র তেজগাঁও ডিভিশনের এক কর্মকর্তা জানান, জেকেজি কেলেঙ্কারি নিয়ে কথা বলার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের রেজিস্ট্রার চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরীকে রোববার ফোন দেয়া হয়। কিন্তু তিনি রোববারে আসতে অপারগতা জানান। পরে তাকে মাত্র আধাঘণ্টা কথা বলে ছেড়ে দেয়া হবে বলে জানানো হয়। পরে তিনি তেজগাঁও ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) কার্যালয়ে আসেন। ডিসি অফিসের অভ্যর্থনা কক্ষে বসিয়ে তাকে পুলিশের কয়েকজন কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাবরিনা চৌধুরী দেখতে পান টেলিভিশনে স্ক্রলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তখন তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বলেন- টিভিতে স্ক্রল দিচ্ছে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে নিয়ে পাশেই ডিসি’র কক্ষে নেয়া হয়। সেখানে গিয়ে তিনি ডিসিকে বলেন, আমাকে কি আপনারা গ্রেপ্তার করেছেন। তখন ডিসি তাকে বলেন, গ্রেপ্তার করা হয়নি। এখানে সাংবাদিকরা চলে আসছে তাই নিরিবিলি কথা বলার জন্য আপনাকে তেজগাঁও থানায় নেয়া হবে। এ সময় ডিসি তাকে বেশকিছু প্রশ্ন করেন। কিন্তু তিনি কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। সাবরিনা যখন বুঝতে পারেন তিনি সত্যিই গ্রেপ্তার হয়েছেন তখন তিনি কান্নাকাটি শুরু করেন। জেকেজি বা টেস্ট প্রতারণার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। পরে তাকে পুলিশ ভ্যানে করে আনা হয় তেজগাঁও থানায়। সেখানে আগে থেকেই নারী ও শিশু সহায়তা ডেস্কের কক্ষটি তার জন্য বরাদ্দ করা হয়। ওই কক্ষের একটি ছোট বিছানায় তিনি রাতে ঘুমিয়েছেন। তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, বিলাসী জীবন-যাপনে অভ্যস্ত সাবরিনাকে রাতে তিনজন নারী কনস্টেবল নির্ঘুম পাহারা দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *