শ্যামনগরে বাংলাদেশের দুর্যোগ প্রবণ অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহায়তা প্রদান প্রকল্প” এর উপজেলা পর্যায়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএসএআইডি এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রজেক্ট অফিসার এসডিআরআর দীপঙ্কর সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি অপারেশনস ম্যানেজার নবযাত্রা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রনতি বেরোনিকা কস্তা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকতা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শারিদ বিন শফিক।কর্মশালা উদ্দেশ্য সূচনা করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, এসডিআরআর প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
ছবির ক্যাপশন:শ্যামনগরে এসডিআরআর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *