যশোর প্রতিনিধিঃ আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে সাড়ম্বরে যথাযোগ্য মর্যাদায় যশোরে ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে যশোরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিজয় স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায়।
বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ দলীয় নেতৃবৃন্দ।
একে একে শ্রদ্ধা জানান, যশোর পৌরসভা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, যশোর মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, যশোর মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল,বিএমএ যশোর, স্বাচিপ যশোর, যশোর এলজিইডি ,যশোর সড়ক জনপথ বিভাগ,গণপূর্ত বিভাগ যশোর, বিএডিসির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, রেড ক্রিসেন্ট সোসাইটি, আরডিআরএস,উপ মহাব্যবস্থাপক টেলিকম, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিস,,জেলা শিক্ষা অফিস, যশোর কেন্দ্রীয় কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,জেলা নির্বাচন অফিসের কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশন কার্যালয়,জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, তুলা উন্নয়ন বোর্ড,যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব রেজিস্ট্রার, অগ্রণী ব্যাংক লিমিটেড,সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা সরকারি গণগ্রন্থাগার, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১,প্রেসক্লাব যশোরের পক্ষে সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান,যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়‌ এছাড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখা, নিরাপদ সড়ক চাই যশোর ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর,মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর.যশোর সরকারি এম.এম কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর জিলা স্কুল, ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়, বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, যশোর হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল,যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, সম্মিলনী ইনস্টিটিউশন ৮৭ব্যাচ,যশোর জেলা যুবলীগ, যশোর জেলা তরুণ লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা সৈনিক লীগ। জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদর উপজেলা বিএনপি, যশোর নগর বিএনপি। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটি, বাংলাদেশের কমিউন্টি পার্টি জেলা কমিটি, বাসদ, জাসদ, জেলা জাকের পার্টি, জাসদ (জেএসডি), যশোর ট্রেড ইউনিয়ন কেন্দ্র, পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ যশোর, বিএডিসি শ্রমিক কর্মচারি লীগ, বাম গণতান্ত্রিক জোট, মটর পার্টস ব্যবসায়ী সমিতি যশোর, যশোর ফল ব্যবসায়ী সমিতি। জেলা পূজা উদ্যাপন পরিষদ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, সনাতন ধর্ম সংঘ, বাঁচতে শেখা যশোর, জয়তী সোসাইটি যশোর, এডাব যশোর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ,বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর, সুরবিতান, কিংশুক, চাঁদের হাট, মাইকেল সংগীত একাডেমী,পুনশ্চ সহ জোটের ৩০টি সংগঠন। আরও শ্রদ্ধা জানায় স্বপ্ন দেখো, এমএমডিএফসহ সরকারি বেসরকারি প্রায় ৩০০ প্রতিষ্ঠান ও সংগঠন। বিজয়স্তম্ভের শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বেনাপোলের চেকপোস্ট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সকাল ৮ টার দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ১৪৫ বিএসএফকে মিষ্টির ৪টি প্যাকেট উপহার দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *