যশোর অফিস ভারতীয় নাগরিকে দাতা দেখিয়ে জালিয়াতি করে জমির দানপত্র দলিল করে নেয়ার অভিযোগে ভাই ও সদর সাব-রেজিস্টারসহ (খনদন্ডকালিন) চারজনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার শহরের বেজপাড়ার সরোজ চন্দ্র নন্দীর ছেলে আশীষ কুমার নন্দী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে সিআইডি প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শহরের বেজপাড়া মেইন রোডের মৃত সরোজ কুমার নন্দীর ছেলে বাদীর ভাই উজ্জল নন্দী, দলিল লেখক জুয়েল রানা, দলিল সনাক্তকারী সঞ্জয় কুমার ও সদর সাব রোজিস্টার (খন্ডকালিন) দেলোয়ার হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের শংকরপুর মৌজার ২০০১ দাগের ১৫ শতক জমির মধ্যে সাড়ে ৭ শতক জমি দীর্ঘদিন ধরে ধখলের চেষ্টা করে আসছে আসামি উজ্জল নন্দী। সম্প্রতি তিনি এ জমি দখলের নেয়ার চেষ্টা করে। বাধা দিলে একটি দলিল দেখিয়ে গৌতম নন্দী ও উত্তম নন্দী তার নামে এ জমি দানপত্র করে দিয়ে বলে দাবি করেন। ২০২১ সালের ৩০ নভেম্বর আশীষ নন্দী রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলে দেখেন উজ্জল নন্দী একটি জাল দানপত্র করেছেন। জমির মলিক নয়ন তারা নন্দীর মৃতুর পর বাদীসহ চার ছেলে আসামি উজ্জল ও বর্তমানে ভারতীয় নাগরিক গৌতম নন্দি ও উত্তম নন্দী। দেশ স্বাধীন হওয়ার পর গৌমত ও উত্তম ভারতে নয়ন তারার জমিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আশীষ নন্দী ও উজ্জল নন্দী ওই ১৫ শতক জমি ভাগ করে ভোগদখল করেন। উজ্জল নন্দী জালজালিয়াতি করে উত্তম নন্দী ও গৌতম নন্দির ভুয়া নাগরিক সনদ ও জন্ম সনদ তৈরী করে। এরপর ২০১৭ সালের ২৯ অক্টোবর আসামি উজ্জল নন্দী অপর আসামিদের সহযোগীতায় গৌতম ও উত্তমকে দাতা দেখিয়ে একটি দানপত্র করে নেন। দানপত্রের দিন গৌমত ও উত্তম দেশে আসেনি। আসামি উজ্জল জালজালিয়াতি করে আসামিদের সহযোগীতায় এ দানপত্র করে নিয়েছে।

