তালা প্রতিনিধি : সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচনকে ঘিরে একাধিক মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনাসহ মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তর সংলগ্ন পাটকেলঘাটা মেইন রোড এলাকায়। মনোনয়ন পত্র ছিনিয়ে নেয়ার সময় ভুক্তভোগীদের নিকট থেকে টাকা ছিনতাইসহ জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, আগামী ১০ জানুয়ারী সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় ৭ জন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর পাটকেলঘাটা অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে রাস্তার আসার সাথে সাথে মটরসাইকেল যোগে একদল ছিনতাইকারী তাড়া করে জোরপূর্বক মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, পাটকেলঘাটা অফিস থেকে মনোনয়ন ক্রয় করে মোটর সাইকেলযোগে তালায় ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সাথে সাথে পেছন সাবেক পরিচালক,পাটকেলঘাটার বাইগুনি গ্রামের সুমন ও তার ভাইয়ের নেতৃত্বে ৬/৭টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী আমাকে তাড়া করে চলন্ত অবস্থায় কুমিরা বাজার আচমকা এলাপাতাড়ী মারপীট করে। এ সময় আমার মনোনয়নপত্রসহ প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সন্ত্রাসীরা নির্বাচনে আসতে নিষেধ সহ হত্যার হুমকি দিয়ে চলে যায়।
আরেক ভুক্তভোগী তালা বারুইহাটি গ্রামের বাবর আলী মাষ্টারের পুত্র আব্দুল্লাহ জানান, ১৮ ডিসেম্বর দুপুরে পাটকেল সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিস থেকে মনোনয়ন পত্র ক্রয় করে ওভারব্রীজের কাছে আসার সাথে সাথে ৫/৬ মোটর সাইকেল আমাকে ঘিরে ধরে আমার কাছ থেকে মনোনয়নের ফাইলটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এবিষয়ে একটি অভিযোগ এসেছে। থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। জিডি করার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *