যশোর অফিস : যশোরের বারান্দীপাড়ার মাঠপাড়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আহতরা হলেন, মোল্লাপাড়ার আব্দুল কাদেরের ছেলে কুরবান ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে বাধন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাতটার পর। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনেরা জানান, কুরবান ও বাধন মাঠপাড়ায় একটি কাজে গিয়েছিলো। এসময় কয়েকজন অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানান।
এ বিষয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলীম বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমদের সাথে কথা বলে অপরাধীদের নাম ঠিকানা নিয়েছেন। জড়িতদের আটকে অভিযানে নেমেছেন বলে জানান মি. আলিম।

