সমাজের আলো:  সাতক্ষীরা সদর উপজেলার লাবসায় পূর্ব শত্রুতার জেরে ভাইপোর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন এবং ষড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় সাতক্ষীরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদরের থানাঘাটা এলাকার আকবর আলী মোড়লের ছেলে ফিরোজ আহম্মেদ এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন মৎস্য শ্রমিক। অতিকষ্টে আমার পৈত্রিক সম্পত্তিতে তীলে তীলে তিন তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করি। ভবনটি নির্মাণ করতে গিয়ে বিভিন্ন স্থানে অনেক টাকা ঋণগস্ত হতে হয়েছে। সম্প্রতি মোবাইল অপারেটর কোম্পানি রবি আমার ভবনের তৃতীয় তলার ছাদটি ভাড়া নিয়ে টাওয়ার নির্মাণের প্রস্তাব দেয়। আমি তাদের কাছ থেকে নিয়ে ঋণ পরিশোধ করতে পারবো ভেবে তাদের প্রস্তাবে রাজি হই। সে অনুযায়ী কোম্পানির লোকজন টাওয়ার স্থাপনের কাজ শুরু করে। কিন্তু আমার বড়চাচা নুরুল ইসলামের সাথে আমার পূর্ব শত্রুতা থাকায় তিনি সবসময় আমাকে হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি রবি টাওয়ার কোম্পানির কাছ থেকে কিছু টাকা পেয়ে ঋণমুক্ত হই এটা চাচা নূরুল ইসলামের চোখে বিষের মত লাগে। যে কারণে চাচা নূরুল ইসলাম ও তার ৪/৫ জন ভাইপোকে সাথে নিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। চক্রান্তকারীদের মধ্যে রয়েছে ফারুক হোসেন রাজা, সিরাজুল ইসলাম, রাজু, শামীম, কুতুবউদ্দিন। চাচা নূরুল ইসলামের নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে যাচ্ছে। গত ১৫/০৭/২০২০ তারিখে সাংবাদিকদের মিথ্যা তথ্যা দিয়ে স্থানীয় একটি পত্রিকায় আমি পুরাতন ভবন টাওয়ার নির্মাণের জন্য ভাড়া দিয়েছি মর্মে সংবাদ প্রকাশ করায়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃতপক্ষে আমি অনেক কষ্টে ভবনটি নির্মাণ করেছি। যা ওই কুচক্রি চাচা এবং তার ভাইপোদের সহ্য হচ্ছে না। যে কারণে এই চক্রান্ত।

আমি গরিব মৎস্য শ্রমিক হওয়ায় আমার উপর শুরু করে বিভিন্ন নির্যাতন। যাতে সেখান থেকে আমি চলে যেতে বাধ্যহই। আর নামমাত্র মূল্যে তিনি আমার সম্পত্তি নিজের করে নিতে পারেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *