সমাজের আলো: দেবহাটাতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুর রাজ্জাক দেবহাটা উপজেলার কুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত আমিন উদ্দীন গাজীর ছেলে। রবিবার দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার জানান গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই হেকমত আলী, এসআই রশিদুল আলম ও এএসআই সোহেলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া শহীদ মিনার এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবহাটা থানায় মামলা হয়েছে। পরবর্তী আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

