সমাজের আলোঃ করোনা উপসর্গে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত ২ টার সময় সাতক্ষীরা শহরের রসুলপুরস্থ নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
সাংবাদিক মহসিন হোসেন বাবলুর অকাল মৃত্যুতে দৈনিক সমাজের আলো’র পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
প্রেসক্লাবের সচিব মাহবুব জানিয়েছেন রাত ৮টার দিকে তার সাথে মহসিন হোসেন বাবলুর মোবাইল ফোনে কথা হয়েছিল। এ সময় তিনি তার শারীরিক অসুস্থতার কথা তাকে জানিয়েছিলেন। জানা গেছে মহসিন হোসেন বাবলু এবং তার স্ত্রীর করোনা উপসর্গ দেখা দিলে তারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
সাংবাদিক মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
