সমাজের আলোঃ করোনার এই দুর্যোগেও কিট, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), এন-৯৫ মাস্ক, বিভিন্ন যন্ত্রপাতি কেনাকাটার ফর্দে পণ্যের পাশে টাকার অঙ্কটা দেখে সবারই চক্ষু চড়কগাছ। নির্ধারিত মূল্যের চেয়ে পাঁচগুণ বেশি দামে কেনা হচ্ছে সেসব সামগ্রী। ৪শ’-৫শ’ টাকার নমুনা পরীক্ষার কিটের দাম ধরা হয়েছে ২৩শ টাকা। শুধু কিট নয়; হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ক্রয়ের ক্ষেত্রেও এই পুকুর চুরির পাঁয়তারা। সাড়ে তিন লাখের এই ক্যানুলা কেনা হচ্ছে সাড়ে ৯ লাখ টাকায়। স্বাস্থ্য খাতের দুর্নীতি-অনিয়ম এখন টক অব দ্য কান্ট্রি। অতিসম্প্রতি সিএমএসডির করোনা সুরক্ষাসামগ্রী কেনা ও সরবরাহ নিয়ে বড় মাপের কেলেঙ্কারি ঘটে গেছে। এর তদন্ত এখনো চলমান। তার ওপর জেকেজি ও রিজেন্টকাণ্ডে টালমাটাল স্বাস্থ্য খাত। এত সবের মধ্যেও কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় এমন হরিলুটে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
দরপত্র ছাড়াই সরাসরি এসব পণ্য কেনার কার্যাদেশ দিয়েছে সিএমএসডি। এর আওতায় দেশের স্বাস্থ্য খাতের মাফিয়া ডন হিসেবে পরিচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সিন্ডিকেটভুক্ত একটিসহ মোট চারটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে বলে জানা গেছে। ওই তিন প্রতিষ্ঠান হলো : ওভারসিজ মার্কেটিং করপোরেশন (ওএমসি), মাইশা রাও টেলসেট জেভি ও স্টার্লিং মাল্টি টেকনোলজিস লিমিটেড। এই তিন প্রতিষ্ঠানও স্বাস্থ্য বিভাগে একচেটিয়া কাজ করে আসছে।
সিএমএসডির বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ গত ৩০ মে জনপ্রশাসন সচিবের কাছে স্বাস্থ্য খাত নিয়ে লেখা এক চিঠিতে স্পষ্টভাবেই ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর নাম উল্লেখ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক একজন অতিরিক্ত সচিব এবং অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে কীভাবে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সেই তথ্যও চিঠিতে জানিয়েছিলেন।
সিএমএসডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের গত ১৫ জুন স্বাক্ষরিত কার্যপত্রে দেখা যায়, মিঠুর প্রতিষ্ঠান মেসার্স জেরিন এন্টারপ্রাইজকে দেড় লাখ পিস পিসিআর টেস্ট কিট সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি কিটের মূল্য ধরা হয়েছে ২৩শ টাকা। চীনের সানসুরি বায়োটেক ইনক প্রতিষ্ঠান থেকে ৩০ জুনের মধ্যে এই কিট সরবরাহের কথা। কিট প্রতি এই সিন্ডিকেট হাতিয়েছে ১৬শ’ ৮৮ টাকা। ওভারসিজ মার্কেটিং করপোরেশন-ওএমসিকে ২৩শ টাকা দরে ১ লাখ ৫০ হাজার টেস্ট কিটের কার্যাদেশ দেয়া হয়েছে। যার মূল্য ৩৪ কোটি ৫০ লাখ টাকা। মাইশা রাও টেলসেট জেভিকে ২৩শ টাকা ইউনিট মূল্যে ৫০ হাজার বায়োনির ব্র্যান্ডের টেস্ট কিট সরবরাহের আদেশ দেয়া হয়েছে। যার মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা। স্টার্লিং মাল্টি টেকনোলজিস লিমিটেডকে ২১শ টাকা ইউনিট মূল্যে ২৫ হাজার এন্যাটোলিয়া ব্র্যান্ডের টেস্ট কিটের কার্যাদেশ দেয়া হয়েছে। যার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা। চারটি কার্যাদেশের মোট মূল্য ৮৫ কোটি

৭৫ লাখ টাকা।
অথচ জানা গেছে, বেইজিং অ্যাপলাইড বায়োলোজিক্যাল টেকনোলজি কোম্পানির বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাবিøউএইচও) স্বীকৃত একটি কিটের দাম ৫০ হাজারের ওপরে সংখ্যার জন্য ৫ ডলার। চীনের এনবাও বায়োটেকনলজি কোম্পানির ডাবিøউএইচও স্বীকৃত একটি কিটের দাম ৫০ হাজারের ওপরে সংখ্যার জন্য পড়ছে ৬ ডলার। একইভাবে ডাবিøউএইচও স্বীকৃত প্রতিটি কিট চীনের নানজিং ডিনরি মেডিকেল কো. লি. এবং পেরিননিয়াল মেডিকেল বিক্রি করছে ৬ ডলারে। প্রতি ডলার ৮৫ টাকা ধরে হিসাব করলে প্রতিটি কিটের বাংলাদেশি দাম পড়বে সর্বোচ্চ ৫১০ টাকা। এর সঙ্গে ভ্যাট, ট্রাক্স ও বিমান ভাড়া মিলিয়ে প্রতিটি কিটে খরচ পড়বে সর্বোচ্চ আরো ১০২ টাকা। সব মিলিয়ে খরচ দাঁড়ায় ৬১২ টাকা। অথচ সিএমএসডি থেকে দেয়া হচ্ছে প্রতিটি কিটের বিপরীতে ২৩শ টাকা। সিন্ডিকেটের কবলে প্রতিটি কিট বাবদ চলে যাচ্ছে ১ হাজার ৬৮৮ টাকা।
জানা যায়, করোনা মোকাবিলায় দ্রুত ৪৯৮ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২শ টাকা অনুমোদন ও ছাড় চেয়েছেন সিএমএসডি পরিচালক। এর মধ্যে ১শ কোটি টাকা থোক বরাদ্দ চাওয়া হয়েছে। এতে পিসিআর টেস্টের কিট বাবদ ৮৫ কোটি ৭৫ লাখ টাকাও আছে। গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লেখা এক চিঠিতে সিএমএসডি পরিচালক এ অর্থ চেয়েছেন। এই টাকা ছাড়ের বিষয়ে সিএমএসডি পরিচালক চিঠিতে উল্লেখ করেন, টাকা দ্রুত ছাড় করা না হলে কোভিড-১৯ চিকিৎসা মারাত্মক ব্যাহত হবে এবং তীব্র জনঅসন্তোষ তৈরি হবে এবং সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণœ হবে। সর্বোপরি বিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব অবহিত আছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে কিছুই জানানো হয়নি। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে যাবে। টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়।
স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ও এই ক্রয় সংক্রান্ত দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সব সময়ই গণমাধ্যমে বলেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোনো সিন্ডিকেট নেই। মন্ত্রী কিছু জানেন না বললেও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট সম্পর্কে ওয়াকিবহাল সবাই। গত এক যুগ ধরেই স্বাস্থ্য খাতে আধিপত্য বিস্তার করে আসছে এই মিঠু ও তার সিন্ডিকেট। সাবেক এক স্বাস্থ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সিন্ডিকেট করে স্বাস্থ্য খাতে একচেটিয়া রাজত্ব করেন আলোচিত এই ঠিকাদার। দুর্নীতি দমন কমিশনের কালো তালিকাভুক্ত ঠিকাদারদের তালিকায় নাম নেই মিঠুর।
সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, স্বাস্থ্য খাতে ঘুষ, দুর্নীতি ও সিন্ডিকেট হয়তো থাকবে। তবে, যতদিন বাঁচবেন ততদিন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *