সমাজের আলোঃ জামাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্বশুর। রোববার রাতে এ ঘটনা ঘটেছে। নিহত জামাই আব্দুল্লাহ আল মামুন (৩০) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে স্কুল পাড়ার শহর আলীর ছেলে এবং শ্বশুর আব্দুল খালেক (৭০) একই উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ার বাসিন্দা। মামুন যশোর শহরের চৌধুরী গোল্ডে দোকানে চাকুরি করতেন।
মামুনের বন্ধুরা জানান, শ্বশুর আব্দুল খালেক দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তার শ্বাসকষ্ট ও এজমা বৃদ্ধি পেলে রোববার (১৯ জুলাই) রাত ৮টার দিকে জামাই আব্দুল্লাহ আল মামুন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। যশোর নড়াইল রোডের নীলগঞ্জ ব্রীজ পার হওয়ার সময় একটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মামুনের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শ্বশুরের জন্য অক্সিজেনের সিলিন্ডার নেয়ার পথে জামাইয়ে মৃত্যুর সংবাদ পৌছুলে আব্দুল খালেক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
