মো. ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ অসহায় মো. আব্দুল গনি ঢালীর বসতঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী।
উল্লেখ্য, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবাদচন্ডীপুর চুনার গ্রামের আব্দুল গণি ঢালী (৫৫) এর বসতঘরটি সুপার সাইক্লোন আম্পান এ ক্ষতিগ্রস্ত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি মো. ফজলুল হক প্রথমে ব্যক্তিগত ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দেন। সাথে সাথে সংগঠন টির সকল সদস্যরা এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ক্ষতিগ্রস্ত ঘরের ছবিসহ প্রয়োজনীয় তথ্য প্রচার করেন। পরবর্তীতে এই বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী’র নজরে আসে।
সোমবার (২০ জুলাই) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ কে ফোনালাপে জানান, তিনি ক্ষতিগ্রস্ত ঘরটির সার্বিক মেরামতের জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
গণি ঢালী জানান, তার ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিজের মা ও স্ত্রীকে নিয়ে একটি ঝুপড়ির মধ্যে বসবাস করতে হচ্ছে। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের দারস্থ হলেও তারা ঘরের বিষয়ে কোনরুপ সাড়া দেননি। তাই তিনি নিরুপায় হয়ে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের দারস্থ হন।
