ধুলিহর প্রতিনিধি, : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের সামাদের মোড়ে প্রকাশ্যে বাবলার চায়ের দোকানে বসে জুয়া খেলার অপরাধে গতকাল ৬ জুয়াড়ীকে আটক করেছে সদর থানা পুলিশ ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এ এস আই তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে তাস ও নগদ টাকা সহ ৬ জুয়াড়ি কে আটক করে থানায় সোপর্দ করে।আটককৃত জুয়াড়ীরা হচ্ছে ঐ গ্রামের মৃত আনসার সরদারের পুত্র মুজিদ ওরফে (চিটার মজিদ) (৪০), মৃত ইন্তাজ সরদারের পুত্র আশরাফ আলী( ৩৫), মৃত সাজ্জাদ আলীর পুত্র আবু তালেব (৪২), সিরাজ উদ্দিনের পুত্র মনির হোসেন( ২৫),মৃত শের আলীর পুত্র মফিজুল( ৩০),ও আসাদুল ইসলাম(৩৫)। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত জুয়াড়িদের মধ্য থেকে মুজিদ ওরফ চিটার মজিদকে মুসুলিকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।

