রবিউল ইসলাম : কালিগঞ্জ উপজেলায় সমাজসেবা অফিসের আয়োজনে সোমবার দুপুর ১২টায় ক্যান্সার, কিডনী,লিভার জন্ডিস, স্টোকের রোগীদের চেক বিতরণ করা হয়েছে।কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।তিনি তার বক্তব্যে বলেন,অসহায় পরিবারগুলো ক্যান্সার, হৃদরোগ, কিডনী,লিভার জন্ডিস, আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়।অসহায় পরিবারগুলো চিকিৎসা ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজসেবা অফিসের মাধ্যমে সকল অসহায় ক্যান্সার, কিডনী,স্টক, হৃদরোগ, এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব অসহায় ২০ টি পরিবারে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক আর্থিক সহায়তা প্রদান করার হয়েছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এ কার্যক্রম টি বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজে করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।এসময় কালিগঞ্জ সমাজসেবা অফিসের কর্মকর্তা,সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
