সমাজের আলো: এক পরিবারের সদস্যদের চেতনা নাশক ঔষুধ স্প্রে করে লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা বাড়ির মালামাল। রোববার গভীর রাতে জেলার আশাশুনি উপজেলার বেউলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা সমাজের আলোকে জানান, আশাশুনি উপজেলার বেউলা গ্রামের সুকুমার ব্যানার্জির পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে তাঁদের ঘরে ঢুকে চেতনানাশক দেওয়ায় অথবা রাতের খাবারে কোনো ওষুধ দেওয়ায় তাঁরা অচেতন হয়ে পড়েন। দুর্বৃত্তরা ঘরের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে যায়। সুকুমার ব্যানার্জির মেয়ে ঐশী (১০) সকালে উঠে তার বাবা ও মাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা এসে দেখেন সুকুমার ব্যানার্জি (৪৫), ছেলে ভিক্টর ব্যানার্জি (১৭) ও মা ছবি ব্যানার্জি (৬৮) বাড়ির বারান্দায় এবং সুকুমারের স্ত্রী জয়শ্রী ব্যানার্জি (৪০) ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন।
