কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ, দুর্বিপাক সবসময় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। মহামারি করোনাকালীনও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদের সঁপে দিয়েছিল। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
২ জুলাই সন্ধ্যায় কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন, হাসানপুর ইউনিয়ন, সাগরদাঁড়ি ইউনিয়ন, ত্রিমোহিনী ইউনিয়ন ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঈদুল আযহা পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহিন চাকলাদার আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আজ পদ্মাসেতু বিশ্বে মেগা স্ট্রাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না এমন অনেক মেগা প্রোজেক্ট আছে যা আওয়ামী লীগ সরকার করেছেন যা আমরা আজ থেকে ২০ বছর আগেও চিন্তা করিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াব। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে।
ঈদ শুভেচ্ছা বিনিময় কালে বিশেষ অতিথির ভক্ত রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম।
কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলী চৌরাস্তা মোড়, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ, হাসানপুর ইউনিয়নের হাসানপুর বাজার, সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজার, ত্রিমোহিনী ইউনিয়নের ত্রিমোহিনী বাজার ও সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে অনুষ্ঠিত ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, শহীদুজ্জামান শাহীন, জিএম আলতাফ হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওলিআর রহমান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, যুগ্ম আহবায়ক শামসুন্নাহার লিলি, মশিয়ার দফাদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না, মাসুদুর রহমান প্রমূখ।
