তালা প্রতিনিধি
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে তালা উপজেলার দক্ষিণ শাহপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে তালা থানার আয়োজনে শাহপুর নিরিবিলি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সমাজ কর্মী মাসুদ আল কবীর রাজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম। এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য শামসুল হক, শামসুল হুদা পল্টু, সিদ্দিকুর রহমান জোয়ার্দার, বিএনপি নেতা আলহাজ্ আব্দুল গফফার গাজী, খেশরা পুলিশ ক্যাম্পের আইসি-২ আব্দুর রহমান, শামীম খাঁন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর খাঁন, সাংবাদিক এস,কে রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের প্রধান অতিথি তালা ওসি চৌধুরী রেজাউল করিম বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এ সময় তিনি গুজব,জঙ্গিবাদ,সাইবার অপরাধ, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক নিরোধ, সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করেন। একই সাথে বিট পুলিশ তথা তালা থানা পুলিশ জনগণের সেবা দিতে সদা প্রস্তুতির আশাবাদ ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *