সমাজের আলো : সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল টু ঋষিপাড়া সড়কের কালিবাড়ি স্কুলের ২শ গজ দূরে সরকারী রাস্তার পাশ থেকে মেহগনি গাছ কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় মহিতোষ ঠাকুর ও তার ছেলে তুষার ঠাকুর নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী ছুটির দিন (৭জুলাই) শুক্রবারে ডিসিআর নেওয়া জমির পাশে থাকা গাছ কেটে বিক্রয় করেছেন স্থানীয় এক ব্যবসায়ীর কাছে।
এবিষয়ে জানতে চাইলে বলেন, আমাদের জমির পাশে থাকা সরকারী জমি ডিসিআর নেওয়া । সেখানে আমাদের লাগানো গাছ আমরা কেটে বিক্রয় করেছি। এবং এখানে আরো ৪/৫টা মেহগনি ও দুইটা খেজুর গাছ আছে, ফসলের ক্ষতি হচ্ছে তাই সেগুলোও কেটে বিক্রয় করবো বলে ক্ষমতা দেখাতে থাকেন।
স্থানীয় ভূমি অফিসের কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে তারা বলেন, ৬মাস আগে কোন এক অফিসার বলেছিল গাছ ছোট থাকতে কেটে নিতে। তখন কাটা হয়নিতাই এখন কেটে নিচ্ছি। তবে তারা লিখিত কোন কিছুই দেখাতে পারেনি।
নগরঘাটা ভূমি অফিসের ভারপ্রাপ্ত নায়েব ফজলুর রহমান বলেন, সরকারী জমির গাছ কাটার এক্তিয়ার কারো নেই। আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। অফিস খুললে আগামী রবিবার আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *