পলাশ কর্মকার, (পাইকগাছা) খুলনা :
পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ও দোকানে হামলা, ভাংচুর ও মারপিটে মহিলা সহ ৮ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে ঈদের পর একটি কনসার্ট অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাসের ছেলে সাইফুল্লাহ ও আরাজী ভবানীপুর গ্রামের আজিবর রহমানের কিশোর ছেলে রাকিব গোলমাল করে। এরই জের ধরে শুক্রবার বিকালে আরশাদ আলী বিশ্বাস,আমান, হাসেম আলীর নেতৃত্বে ৫০/৬০ জন লোক নিয়ে প্রথমে অজিয়ার গাজীর বাড়িতে হামলা পূর্বক মারপিট করে আজিরন বেগম (৭৫),জেসমিন (৩৫),তাজমিরা কে আহত করে। পরবর্তীতে বাঁকা বাজারে আজিবরের ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া হোটেলে হামলা করে ভাংচুর করে পিটিয়ে আজমত গাজী (৮০), আজিবর রহমান (৫৫), উজ্জ্বল (২৮), উসমান (২২), আহত করে।স্হানীয় লোক তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আজমত গাজী, আজিবর রহমান ও আরশাদ আলী বিশ্বাসের দু জন সাইফুল, রাশেদ এর অবস্থা সংকটাপন্ন বলে কর্মরত ডাক্তার জানান।

এ দিকে অভিযুক্ত আরশাদ আলী বিশ্বাস জানান, আমার লোক সাইফুল ইসলাম (৩২),ও রাশেদ (৩০) কে মারপিট করে গুরুতর জখম করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। রাড়ূলী পুলিশ ফাঁড়ির এস আই ফরহাদ হোসেন জানান, আরশাদ আলী বিশ্বাস,আমান লোক নিয়ে আজিবর রহমানের বাড়িতে ও দোকান পাটে হামলা,ভাংচুর ও মারপিট করে আহত করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *