০৮/০৭/২০২৩ বিকালে মাতৃমঙ্গল পরিবারের ঈদ পুনর্মিলনী, ফলাহার, নিরাপদ খাদ্য – শুদ্ধ জীবনাচার ও যোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
স্থান : ভূঁইয়া স্টেট, রাস্তা-৭, ঝাউচর, হাজারীবাগ, ঢাকা।
সময়: বিকাল- ৩-৫ টা।
উপস্থিত ব্যক্তি বর্গ :
রাজিয়া সুলতানা,
স্বত্বাধিকারী : ইয়োগা ম্যাট এন্ড প্রপস বিডি।
মো: রোকনুজ্জামান টুটুল,
(ইয়োগো প্রশিক্ষক)
প্রতিষ্ঠাতা : ইয়োগা লাইব্রেরী ও মাতৃ মঙ্গল।
তন্দ্রা বড়ুয়া,
সদস্য সচিব : গান্ধী গ্লোবাল ফ্যামিলি, বাংলাদেশ অধ্যায়।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি।
ড. জিল্লুর রহমান,
প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী “টোটাল ফিট এন্ড কিওর” আফতাব নগর,ঢাকা, বাংলাদেশ।
ইকবাল সিরাজী,
স্বত্বাধিকারী: নিখাদ প্রকৃতি,
সভাপতি : বাংলাদেশ সেফ ফুড অ্যালায়েন্স।
ও মাতৃমঙ্গল পরিবারের সদস্যগণ।

