সমাজের আলো : আছিয়া পারভীন (১৮) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আছিয়া রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।মানপুর গ্রামের আবু বককার শেখের মেয়ে আছিয়া পারভীন সোমবার (১০ জুলাই) বেলা ১টার দিকে রশির সাহায্য ঝুলে আত্মহত্যা করে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
