পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা):

খুলনার পাইকগাছায় রশিতে ঝুলে শেখ আনিছুর রহমান নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেছে।

জানাযায়, নিহত আনিছুর রহমানের দু’টি পুত্র সন্তান রয়েছে। এদের মধ্যে বড় পুত্র ওমান প্রবাসি ও ছোট পুত্র কাজের সুবাদে স্বপরিবারে রাজধানী ঢাকায় বসবাস করে। যার ফলে বৃদ্ধ আনিছ শেখ বড় পুত্রবধূ শিরিন আক্তারকে নিয়ে বাড়িতেই বসবাস করতেন। তবে স্থানীয়দের দাবি, পুত্রবধূর সাথে তার সম্পর্ক ভাল ছিল না।
এব্যাপারে পুত্রবধূ শিরিন আক্তার জানান, আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতেপান তার শশুর বাড়ির ভেতরের আম গাছে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশকে জনানো হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃদ্ধের লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *