বিজন মণ্ডল ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত ‘সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন’ প্রকল্পের আওতায় আই.পি.এম. কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনোত্তর মূল্যায়ন ও নিরাপদ ফসল উৎপাদনের ওপর ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলার ভদ্রদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আই.পি.এম কৃষক মাঠ স্কুলের সাহায্যে কীটনাশক ব্যতিরেকে নিরাপদ উপায়ে সকল প্রকার ফসল উৎপাদন করা এবং অনুষ্ঠান স্থলে সাজানো ৩টি বুথের মাধ্যমে বালাই ব্যপস্থাপনা বিষয়ক ব্যবহারিক কলাকৌশল হাতে কলমে জনসমক্ষে উপস্থাপন করাই ছিল মাঠ দিবসের মূল উদ্দেশ্য। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের আর্থিক সহায়তায় ২৫ জন কৃষক এবং৫০ কৃষানীকে ১৪ সপ্তাহ সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান শেষে এই মাঠ দিবসে তাদের নিরাপদ শস্য উৎপাদনের কলাকৌশল উপস্থিত সকলের সামনে উপস্থাপন করা হয়। মো. শরিফ মোড়ল সভাপতিত্বে প্রধান হিসাবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, কীটনাশকের ভয়াবহতা ও নিরাপদ শস্য উৎপাদন কলা কৌশল বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন। প্রধান অতিথি ইনসাদ ইবনে আমিন বলেন, সরকারের সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনায় এবং কৃষি বিভাগের বহুমূখী কর্মপদ্ধতি গ্রহন ও মাঠ তদারকি এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন।
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা এস এ পি পি পরানজয় মন্ডল, আইপি এম স্কুলের শিক্ষার্থী ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,খর্নিয়া ইউ পি সদস্যা রাশিদা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুক্তা রাণী সরকার ,মিতা পাল, ভদ্রদিয়া আই পি এম স্কুলের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম, খালিদ হোসেন, রুপা , অনুষ্ঠান সার্বিক সঞ্চালন করেন ডুমুরিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন। আলোচনা সভা শেষে আইপি এম স্কুলের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।
