সমাজের আলো : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারু আর রশিদ সংগিয় ফোর্স নিয়ে গত ২৭/৭ তারিখে ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তুষখালি নামক স্থান থেকে একটি নৌকা ৩জন জেলেকে আটক করছেন। উক্ত জেলে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আকবর গাজির পুত্র আবজাল হোসেন (২৭), মৃত জালাল গাজির পুত্র ফেরদৌস হোসেন (২৯), মিজানুর রহমান এর পুত্র মনিরুল ইসলাম (২৫), সং: কলবাড়ি, আটক করে। এবিষয়ে চুনকুড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ জানান যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম সুন্দরবন তুষখালি নামক স্থানে জেলেরা বিষ দিয়ে মাছ শিকার করছে, ওই সময় আমার সংগিয় ফোর্স নিয়ে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় ৩জন জেলে ১টি নৌকা একটি বিষের বোতল আটক করে বন আইনে মামলা দিয়ে কোটে প্রেরন করছি। যার বন মামলা নম্বর সিআর ৪১।২৩
